দ্য থ্রিব অ্যান্ড ডাইভ অফ নলেজ-এই মূলমন্ত্রে দেশব্যাপী শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে আগামী ২১ মে শুরু হচ্ছে কুইজিক্যাল ট্রিবিয়া। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের কুইজ ক্লাব এ জ্ঞান উৎসবের আয়োজন করছে। তবে বিশ্বব্যাপী চলমান করোনা মহামারীর বিষয়টি বিবেচনা করা এবারের আয়োজনে রয়েছে ভিন্নতা, আর তা হলো কুইজ প্রতিযোগিতার সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন হবে অনলাইনে যা দেশের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। স্কুল ও কলেজ দুটি আলাদা বিভাগে হবে এ প্রতিযোগিতা। এ কার্যক্রমে সিসিপিসিকিউসির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ক্যান্টনমেন্ট কলেজ কমিউনিটি, এডুকেশন পার্টনার টেসলা ল্যাব। লকডাউনে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি যাচাইয়ের সাথে সাথে আকর্ষণীয় পুরুষ্কার জিতে নেয়ার সুযোগ সৃষ্টি করেছে এ আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।