চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকাকে বাসযোগ্য, নিরাপদ ও আধুনিক আবাসনে রূপান্তর করার দাবি জানিয়েছে অনন্যা হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি। গতকাল শুক্রবার সকালে নগরীর লাভলেইন এলাকার একটি মিলনায়তনে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি প্রফেসর ড. এম. এ. গফুর। এতে বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাফর আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাংবাদিক আরিচ আহমেদ শাহ্, হামিদ উল্লাহ, সুলতান মাহমুদ সেলিম এবং ইফতেখারুল ইসলাম। সভায় বক্তারা বলেন, অনন্যা আবাসিক এলাকায় নিরাপত্তার অভাব দিন দিন প্রকট হচ্ছে। খোলা জায়গা সিডিএ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে বিপুল অঙ্কের অর্থ আদায় করলেও এলাকার মৌলিক অবকাঠামো অবহেলিত। এলাকায় প্রায়ই বৈদ্যুতিক ক্যাবল চুরি, জলাবদ্ধতা প্রকল্পের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত এবং এলাকাটিকে শহরের ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করার অপচেষ্টা উদ্বেগ সৃষ্টি করেছে। বক্তারা অনন্যা আবাসিক এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, বিদ্যুৎ সংযোগ মেরামত, পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং বাসিন্দাদের নিরাপত্তার জন্য অনন্যা থানা স্থাপনের জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।










