বায়েজিদ থানাধীন অনন্যা আবাসিক এলাকার একটি পরিত্যক্ত দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ১৫ হাজার টাকা পরিমাণের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের দুটি গাড়ি গিয়ে আগুণ নিয়ন্ত্রণ করে। এ সময় প্রায় আড়াই লাখ টাকার মত সম্পদ উদ্ধার করা হয়। বায়েজিদ স্টেশনের স্টেশন অফিসার মো. তানভীর আহমেদ আজাদীকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করছি, সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, অনন্যা আবাসাসিকের এভার কেয়ার হসপিটালের পেছনের একটি খালি মাঠের ঘাসেও সন্ধ্যার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেটিও আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।












