অধ্যাপক রিফাত আরা স্মরণে চেসা’র সভা

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের ( চেশা) উদ্যোগে বিএএফ শাহীন কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক রিফাত আরা স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার কলেজ কনফারেন্স কক্ষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ শফিউল আলম রানা। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন সালেহ আহম্মেদ খান। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আবু সাঈদ, বিমল চক্রবর্তী, রওশন আক্তার, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সৈয়দা শামসুন নাহার, অধ্যাপক আবদুল কাইয়ুম নিজামী, উপদেষ্টা মোশতাক আহমেদ তালুকদার, সহসভাপতি গুলশান জাহান, ওয়াহিদ মাহমুদ, মাহমুদুন্নবী লিটন, মো. রাকিব মাহমুদ ডানা, শওকত জামান, ফয়সাল আহমেদ দোলন, হালিমা খাতুন নিশাত, সেলিম উদ্দিন প্রমুখ। সভায় বক্তাগণ অধ্যাপক রিফাত আরার কর্মময় জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন। দোয়া পরিচালনা করেন কলেজের সহকারী শিক্ষক নুর মোহাম্মদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতরুণ বাংলাদেশের ফ্রি ব্লাড গ্রুপিং
পরবর্তী নিবন্ধভাষা ও জুলাই আন্দোলনের পোস্টার ও ডকুমেন্টারি প্রদর্শনী