চন্দনাইশের পূর্ব সাতবাড়ীয়ার বার আউলিয়া হামেদিয়া সুন্নিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার আরবী বিভাগের প্রাক্তন সহকারী প্রভাষক, মাওলানা আবু বকর আজাদ (৭৮) গতকাল গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না ….রাজিউন)। আজ শুক্রবার বাদ জুমা সাতবাড়ীয়া বহরমপাড়া জামে মসজিদ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।
        











