বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি প্রশান্ত সেন গুপ্ত গতরাত ৪.১৫ মিনিটে পরলোক গমন করেছেন। বাকশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ হোসেন, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী অধ্যাপক প্রশান্ত সেন গুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ তাঁর আত্মার পারলৌকিক শান্তি কামনা করে শোকাহত সকলের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।