পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম উদ্দীন চৌধুরী। তার গবেষণার বিষয় ‘ইনসেপ্শন অফ ডেরিভেটিভস মার্কেট ইন বাংলাদেশ: প্রস্পেক্টস এন্ড চ্যালেন্েজস,। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক ড. মঞ্জুর মোরশেদ ভুঁইয়ার তত্ত্বাবধানে তিনি এ ডিগ্রি অর্জন করেন। গত ২ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯৯ তম সিন্ডিকেট এবং ৯ ডিসেম্বর, ২০২৪ অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ৭২ তম সভায় তার পিএইচডি ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। তাসনিম উদ্দীন চৌধুরী চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরী ও তাহেরা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। এই কৃতিত্বের জন্য তিনি তাঁর শিক্ষক, পিতা–মাতাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশীয় ও আন্তর্জাতিক মানের জার্নালে তার ১৫ টির অধিক গবেষণা প্রবন্ধ রয়েছে। খবর প্রেস বিজ্ঞপ্তির।