চিকিৎসা বিজ্ঞানের বিশ্বখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান জয়পি ব্রাদার্স সমপ্রতি অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ প্রণীত হৃদরোগ বিষয়ক গ্রন্থ ‘দ্য কার্ডিওলজি কমপেনিয়ন অ্যা সক্রেটিক অ্যাপ্রোচ টু ক্লিনিক্যাল ইনসাইট’ প্রকাশ করেছে। পুস্তকটির মোড়ক উন্মোচন করেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অশোক শেঠ।
গত মাসে দিল্লির পাঁচতারকা হোটেলে দ্যা আশোক কার্ডিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়ার ৭৫তম বৈজ্ঞানিক কনফারেন্স চলাকালীন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় সোসাইটির সভাপতি ডা. সঞ্চয় ত্যাগীসহ বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। ডা. অশোক শেঠ বইটির বহুল প্রকাশনা কামনা করেন।
উল্লেখ্য, অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ এই সোসাইটির আজীবন সদস্য ও ফেলো। অন্যদিকে আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান জয়পি ব্রাদার্সের হৃদরোগ বিষয়ক বাংলাদেশি লেখকের এটিই প্রথম প্রকাশনা এবং এই প্রতিষ্ঠান সারাবিশ্বের পাঠকের কাছে তা পৌঁছে দেবে বলে আশা করা যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।












