‘তর্কবাণে রক্ষা পাক অর্জিত স্বাধীনতা, যুক্তির জোয়ার আনুক রক্তস্রোতে ভাটা’–এই স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হলো জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম স্মারক ৩য় এফডিসিইউ জাতীয় বিতর্ক উৎসব–২০২৫। ইউএসটিসি’র অন্যতম বিতর্ক সংগঠন এফসেট ডিবেট ক্লাব ইউএসটিসির (এফডিসিইউ) প্রতিষ্ঠার ১২তম বছর উদযাপন উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবটি ১৭ ও ১৮ জানুয়ারি দুই দিনব্যাপী চলেছে। এতে আন্তঃস্কুল, আন্তঃকলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বগুলো এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমান। তিনি তরুণ বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে বলেন, “বিতর্ক সমাজে যুক্তির চর্চা বৃদ্ধি করে। এফডিসিইউ এর এ ধরনের উদ্যোগ আমাদের তরুণ প্রজন্মকে যুক্তিবাদী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এফডিসিইউ’র সাবেক সাধারণ সম্পাদক সাদমান সাকিব জিসান। অনুষ্ঠানে এফডিসিইউ এর প্রাক্তন কৃতি বিতার্কিক এবং শুধিজনেরাও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।