অধ্যাপক ড. তোফায়েল আহমেদ স্মরণে শোক সভা

| শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

প্রাক্তন জাসদ ফোরামের উদ্যোগে গতকাল শুক্রবার চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ স্মরণে শোকসভা প্রাক্তন জাসদ ফোরামের নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শ ম নজরুল ইসলামের সভাপতিত্বে ও মশিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তি যুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন অধ্যাপক তোফায়েল আহমেদের সহপাঠী সাবেক ভিপি মজহারুল হক শাহ চৌধুরী, সিকানদার মিয়া, এডভোকেট মুজিবুল হক। আরও বক্তব্য রাখেন অধ্যাপক মনোজিৎ ধর, মোহাম্মদ নুরুল হাদী চৌধুরী, সুজাউদ্দৌলা বাবুল, শহীদুল ইসলাম রিপন, নুরুল কাদের, মোহাম্মদ খোকন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল্লাহ আল হারুন চৌধুরী
পরবর্তী নিবন্ধআজ চট্টগ্রাম একাডেমিতে আবৃত্তি প্রতিযোগিতা