অধ্যাপক খালেদ ছিলেন নীতি আদর্শের পাঠশালা

স্মরণসভায় আ জ ম নাছির উদ্দীন

| বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ১২:১৬ অপরাহ্ণ

স্বাধীন বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা, প্রাক্তন সংসদ সদস্য বীর চট্টলার পাঠকপ্রিয় দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চসিক প্রাক্তন মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নীতিবান মানুষের খুব অভাব। মানুষ গড়ার কারিগর হিসেবে অধ্যাপক খালেদের হাত দিয়ে অনেক মানুষ প্রতিষ্ঠা পেয়েছে। নীতি আদর্শের প্রতি তিনি অবিচল ছিলেন। তিনি ছিলেন নীতি আদর্শের পাঠশালা।
অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মরণসভা কমিটির আহ্বায়ক হাজী মোহাম্মদ সাহাবউদ্দীন সভাপতিত্ব ও বঙ্গবন্ধু একাডেমির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল। আলোচক ছিলেন খোরশেদ আলম, অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজন, ভানুরঞ্জন চক্রবর্তী, মিটুল দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, মোহাম্মদ জহির, এস.এ রহিম, আলী আহমেদ শাহিন, সুমন দেবনাথ, প্রণবরাজ বড়ুয়া। বক্তব্য রাখেন কামাল উদ্দিন, ইসমাইল মঞ্জুর আশরাফী, মাছুমা কামাল আঁখি, ইয়াসিন সেলিম, গোলাম রহমান, হাজী মহিউদ্দিন আহমেদ, ইউনুছ মিয়া, তিতাস, আবদুল মান্নান, বাহাদুর আলম, দুলাল চন্দ্র বড়ুয়া, দিলীপ হোড়, নারায়ন দাশ, অচিন্ত্য কুমার দাশ, নুপুর আক্তার, শিউলী আক্তার, হানিফুল ইসলাম চৌধুরী, রতন ঘোষ, সমীরন দাশ, নোমান উল্লাহ বাহার, রাফি, উচ্ছাস, শরীফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিএমইএ’র দোয়া ও মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ওয়ারেন্টভুক্ত তিন আসামি গ্রেপ্তার