কক্সবাজারের কুতুবদিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আবদুছ ছত্তার গত শনিবার দিবাগত রাত ১টায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তিনি উপজেলার বড়ঘোপ ইউনিয়ন মনোহরখালী গ্রামের মরহুম জাবের আহম্মদ কুতুবীর ছেলে ও কুতুবদিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোতাহেরা বেগমের স্বামী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১০ম ব্যাচের ছাত্র ছিলেন এবং চকরিয়া কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া তিনি কুতুবদিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ছিলেন। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে যান।
গতকাল রোববার দুপুর আড়াইটায় কুতুবদিয়া কলেজ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।












