অধ্যক্ষের কক্ষের সামনে ফুলের টব ভাঙল ছাত্রলীগের একাংশ

মহসিন কলেজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৭:২৮ পূর্বাহ্ণ

নগরীর হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষের সামনের বারান্দায় থাকা বেশ কিছু ফুলের টব ভাঙচুর করেছে কলেজ ছাত্রলীগের একাংশ। গতকাল দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ভাঙচুরের তথ্য নিশ্চিত করেছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর কামরুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭ মার্চ উদযাপন উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে অধ্যক্ষের কক্ষে বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষ উপস্থিত ছিল। বৈঠক শেষে এক পক্ষের নেতাকর্মীরা সেখান থেকে চলে যায়। তবে অপর পক্ষ কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈমের অনুসারীরা পরে আবার অধ্যক্ষের সঙ্গে কথা বলতে যান। সেখান থেকে ফেরার সময় অধ্যক্ষের কক্ষের সামনে বারান্দার দুই পাশে থাকা ফুলের টব ভাঙ্‌চুর করেন তারা।
ছাত্রলীগের দুই পক্ষের নিজেদের মাঝে গণ্ডগোলের জের ধরে এ ভাঙচুরের ঘটনা ঘটেছে জানালেও কারা ভাঙচুর করেছে তা নির্দিষ্ট করে বলতে চাননি কলেজ অধ্যক্ষ কামরুল ইসলাম। এ ঘটনায় কোনো অভিযোগ দেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তারা নিজেরাই মিটমাট করে নিয়েছে বলে জানতে পেরেছি। আমরা কোনো অভিযোগ করিনি।

পূর্ববর্তী নিবন্ধচবির সেই নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত বাতিল, তদন্ত কমিটি
পরবর্তী নিবন্ধক্রিকেট নিয়ে মারামারি, থামাতে গিয়ে আক্রান্ত যুবক