জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া, ছোবহানিয়া আলীয়া কামিল মাদরাসা, ওয়াজেদিয়া আলীয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ, গাজ্জালীয়ে জমান অধ্যক্ষ মুসলেহ উদ্দিনের (রহ.) ১৪তম ওফাত বার্ষিকী উদযাপন উপলক্ষে গত ২১ জানুয়ারি ছোবহানিয়া আলীয়া মাদরাসা অডিটোরিয়ামে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ছোবহানিয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ হারুনুর রশীদের সভাপতিত্বে ও কাজী মোহাম্মদ আমিন উল্লাহর সঞ্চালনায় সভায় উদ্বোধক ছিলেন ছোবহানিয়া আলীয়া মাদরাসার উপাধ্যক্ষ জুলফিকার আলি। অতিথি ছিলেন লেখক ও গবেষক আলহাজ্ব মাওলানা আবদুল মন্নান, মাওলানা মকছুদুর রহমান, মাওলানা নুরুল আবছার, অধ্যক্ষ আলাউদ্দিন, অধ্যক্ষ মারেফতুন নুর, অধ্যক্ষ শাজাআত উল্লাহ আজিজী, ড. মোহাম্মদ মতিউল ইসলাম, মাওলানা নেজাম উদ্দিন আনোয়ারী, মাওলানা আশেকুর রহমান, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, ফারুক ফিরোজ, সুলতান মাহমুদ সহ অসংখ্য ওলামায়ে কেরাম।
বক্তারা বলেন, অধ্যক্ষ আল্লামা মুসলেহ উদ্দিন (রহ.) যুগশ্রেষ্ঠ একজন সমাজ সংস্কারক ছিলেন। পরে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে স্মরণসভা শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।












