কক্সবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এ জেড এম শামসুজ্জামান খান (৭৮) গতকাল শুক্রবার বিকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান। মরহুমের নামাজে জানাজা গতকাল বাদ এশা কর্ণফুলী থানার বড় উঠান গ্রামের মৌলভী বাড়িতে (বদরুল হক খান চৌধুরী বাড়ি) অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ জেড এম শামসুজ্জামান খান ১৯৭২ সালে চট্টগ্রাম কলেজে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে একই কলেজে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন সরকারি কলেজে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০৫ সালে কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর নেন। প্রেস বিজ্ঞপ্তি।