অধ্যক্ষ আবদুর রহমান

| বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:০৩ পূর্বাহ্ণ

পূর্ব সাতবাড়িয়া বারআউলিয়া হামেদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ প্রবীন শিক্ষাবিদ আবদুর রহমান (৫৮) গত সোমবার দিবাগত রাতে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না… রাজেউন)।

গতকাল মঙ্গলবার সকাল সাতবাড়িয়া বারআউলিয়া হামেদিয়া মাদ্রাসা মাঠে ১ম জানাজা ও বিকেল ৫টায় বাঁশখালীর নিজ গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান পবিত্র ওমরা হজ্জ্ব পালন শেষে দেশে ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তাঁর মৃত্যুতে বারআউলিয়া হামেদিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি কামরুদ্দিন ইমতিয়াজ, জহির উদ্দিন হিরু প্রমুখ গভীর শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজার ওয়ার্ডে যুবদলের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্বা আবদুস সবুর