৪৫ রানে ৬ উইকেট হারানোর পর আর জেতার কথা ভাবতে পারেননি কেউই। এর মধ্যে আছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও। কিন্তু তাকে বিস্ময়ের সাগরে ভাসিয়ে দলকে ঠিকই জয়ে পৌঁছে দেন দুই তরুণ আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে বুধবার প্রথম ওয়ানডেতে সপ্তম উইকেটে এই দুই জন ৩৭.৩ ওভারে গড়েছেন অবিচ্ছিন্ন ১৭৭ রানের জুটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৭ বল হাতে রেখে ৪ উইকেটে জয়ের পর মুক্তির শ্বাস ফেলেন তামিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানান, এটা ছিল অভাবনীয়, অবিশ্বাস্য। বলেন, ‘ম্যাচ জিতব, এই বিশ্বাস ছিল কি না? সত্যি বলতে না। আমি ভাবিনি। যদি বলি আমার বিশ্বাস ছিল জিতব, তাহলে মিথ্যে বলব। ২১৬ রান তাড়ায় ৪৫ রানে ৬ উইকেট নেই, এখান থেকে জেতা অনেক কঠিন। আমি খুব, খুব খুশি। কেবল জিতেছি বলেই নয়, দুই তরুণ যেভাবে ব্যাট করেছে এর জন্যও। অবিশ্বাস্য। এটা বর্ণনার কোনো ভাষা আমার জানা নেই। আমি খুব খুশি ও গর্বিত।’ আফগানদের বোলিং আক্রমণের সামর্থ্যের জন্য ম্যাচ জেতানো এই জুটিকে আরও বেশি কৃতিত্ব দিচ্ছেন তামিম। ‘এটা সহজ ছিল না। আমি সব সময়ই বলি, ওদের বোলিং আক্রমণ দুর্দান্ত। বিশেষ করে ওদের স্পিন বোলিং।
আর যেভাবে বোলিং আক্রমণ ওরা সামাল দিয়েছে, দেখতে ভীষণ ভালো লেগেছে। আর এটা থেকে শেখারও আছে আমাদের। আমার মনে হয়, এটাই ওদের শেষ নয়, কেবল শুরু। আমাদের দলকে আরও অনেক ম্যাচ জেতাতে হবে ওদের। আমি খুব গর্বিত ও খুশি।’