সাতকানিয়ার দক্ষিণ রামপুর বণিকপাড়া রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে অদ্বৈত–অচ্যুত মিশন রামপুর শাখার নব–নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান আজ। তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে এ উপলক্ষে শোভাযাত্রা, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, কমিটির অভিষেক, শপথবাক্য পাঠ, সঙ্গীতাঞ্জলি, আলোচনা সভা, ভোগারতি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন অদ্বৈত–অচ্যুত মিশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, অতিথি থাকবেন
অদ্বৈত–অচ্যুত মিশনের সাধারণ সম্পাদক হিরন্ময় ধর এবং বিশেষ অতিথি থাকবেন অদ্বৈত–অচ্যুত ডক্টরস্ ফোরামের প্রধান সমন্বয়কারী ডা. মনোজ চৌধুরী ও অদ্বৈত–অচ্যুত মিশনের সাংগঠনিক সম্পাদক শ্যাম দাশ ধর। প্রেস বিজ্ঞপ্তি।