সময়ের সাথে বদলে যায় চাওয়া পাওয়া
বদলায় প্রতিটি মানুষ,
একসঙ্গে বাস করে আমরা বুঝে ফেলি সঙ্গীর
হৃদয়ের ভালোবাসার গভীরতা বা অভিনয়।
তখন বিছিন্ন পাতার বিষণ্ন সংসার,
উঠোনে ফুল গাছগুলোতে অধিক যত্নেও
আর ফোটে না ফুল।
নিভৃতে আগুনে পোড়ে হৃদয়
সুখের স্বপ্নে হৃদয় গহীনে যে আল্পনা
আঁকা হয়েছিলো বাঁধভাঙা
চোখের নোনা জলে সে আল্পনা মুছে যায়,
কেউ দেখে না, কেউ জানে না।
স্বপ্নময় জীবন এমন কেন হলো
নিরীহ প্রশ্ন কেবল নিজের কাছেই,
তখন কেবল প্রাণে, বোধে ও মননে
তীক্ষ্ণ বিষাদের কল্লোল।
এভাবেই নিয়তির ভুল বিশ্বাসে সময়ের সাথে
চাওয়া পাওয়া বদলে যেতে বাধ্য হয়,
সঙ্গে থাকা কেউ তা বুঝে না।
ঈশ্বর, তুমিও কেন বুঝোনি!