অদুদ চৌধুরী ছিলেন প্রকৃত দেশপ্রেমিক ও শিক্ষানুরাগী

রাউজানে আলোচনা সভায় ড. আবুল কাসেম

| বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. মো. আবুল কাসেম বলেছেন, ‘দানবীর আব্দুল অদুদ চৌধুরী ছিলেন একজন সাদা মনের মানুষ। তার দানের পরিধি অনেক বড়, বিস্তৃত। নিজের জন্য কিছু না করে পরের জন্য সবসময় বিলিয়ে দিয়েছেন। তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক ও শিক্ষানুরাগী।’ গত শনিবার (১৫ নভেম্বর) রাউজানের ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের ২৮ বছর পূর্তিতে রজত জয়ন্তী উৎসব ও দানবীর আলহাজ্ব আব্দুল অদুদ চৌধুরীর অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রজত জয়ন্তী উৎসবের আহ্বায়ক চিত্রশিল্পী কাজী মুহাম্মদ মনসুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিএড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শহিদুল আমিন চৌধুরী। মৃত্তিকা বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ নুরুল হুদা, মুহাম্মদ আলী সিকদার, ব্যাংকার কাজী মাঈনুদ্দিন, অধ্যাপক গিয়াস উদ্দিন চৌধুরী, অধ্যাপক মো. নাছির উদ্দিন, অধ্যাপক মো. সালাউদ্দিন চৌধুরী, আশরাফুল আলম, ব্যাংকার মো. শওকত হোসেন, ইঞ্জিনিয়ার আবু জাকারিয়া, মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।

এর পূর্বে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন, স্মরণিকা দীপ্রলোক’র মোড়ক উন্মোচন, ‘সৃজনশীলতা মেধার বিকাশ ঘটায়’ শীর্ষক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন এবং পরে সহপাঠী ৯৭ সদস্যদের নিয়ে গান, আবৃত্তি, আড্ডা, মোটিভেশনাল স্পিচ, সম্মানিত শিক্ষককৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসায় শিক্ষাবর্ষ সমাপনী মাহফিল
পরবর্তী নিবন্ধবন্দর রক্ষা পরিষদের মশাল মিছিল, সড়ক অবরোধ