অতিরিক্ত যাত্রী নেয়ায় জরিমানা

বিআরটিএর অভিযান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৫১ পূর্বাহ্ণ

নগরীর পৃথক তিন স্থানে অভিযান চালিয়েছেন বিআরটিএ’র তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বুধবার পরিচালিত এসব অভিযানে ৩৪ মামলায় ৪৪ হাজার টাকা জরিমানা করেছেন তারা। বিআরটিএ সূত্রে জানা যায়, নাছিরাবাদ টেক্সটাইল মোড়ে অভিযান চালান বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী। অভিযানে তিনি ১১ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করেন। বহদ্দারহাট মোড়ে অভিযান চালান আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ। তিনি ৮ মামলা ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে টাইগারপাস মোসে অভিযান চালিয়েছেন আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান। অভিযানে তিনি ১৫ মামলায় ২১ হাজার টাকা জরিমানা করেন। তন্মধ্যে অতিরিক্ত যাত্রী নেওয়ার অপরাধে ৭ মামলায় সাড়ে চার হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি না মানায় ৫ মামলায় সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেন।

পূর্ববর্তী নিবন্ধআবদুস সাত্তার
পরবর্তী নিবন্ধনিউমার্কেটে দোকানে আগুন