অতিরিক্ত দাম নেওয়াসহ নানা অনিয়ম, সাত প্রতিষ্ঠানকে জরিমানা

খাতুনগঞ্জ ও রেয়াজুদ্দিন বাজারে অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

পণ্যের মূল্য তালিকা হালনাগাদ না থাকা, মোড়কজাত পণ্যের পরিমাণ, মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং পণ্যের অতিরিক্ত মূল্য নেওয়ার দায়ে নগরীর খাতুনগঞ্জ ও রেয়াজুদ্দিন বাজারে সাতটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। এর মধ্যে খাতুনগঞ্জে তিনটি মামলায় তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা আর রেয়াজুদ্দিন বাজারে চারটি মামলায় চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এবং সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করেন।

খাতুনগঞ্জে অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম আজাদীকে বলেন, অভিযান পরিচালনাকালে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ না থাকা, মোড়কজাত পণ্যে পণ্যের পরিমাণ, মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকাসহ নানা অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এসব কারণে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্কও করেছি। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাসহ সিএমপির একটি টিম সহযোগিতা করে।

রেয়াজুদ্দিন বাজারে অভিযান পরিচালনাকারী সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান আজাদীকে বলেন, বিভিন্ন মুদি দোকান, কাঁচাবাজারের দোকান, ফলের দোকান, মুরগির, ডিম ও মাংসের দোকানে মূল্য তালিকা ছিল না। এছাড়া পণ্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগও ছিল। এসব কারণে চারটি প্রতিষ্ঠানকে চারটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেছি। একই সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে বিশেষভাবে নজরদারি করেছি। পাশাপাশি মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করেছি। ভোক্তার স্বার্থে রমজান মাসজুড়ে অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই
পরবর্তী নিবন্ধসয়াবিন তেল মজুদ ও বেশি দামে বিক্রি, ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা