অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন সিএমপির দুই কর্মকর্তাসহ ৪৩ জন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ জুন, ২০২২ at ৯:১৪ পূর্বাহ্ণ

 

 

অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ জন কর্মকর্তা। এদের মধ্যে চট্টগ্রামের দু’জন কর্মকর্তাও আছেন। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা১ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সুপার (এসপি) থেকে চট্টগ্রামে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো. আমির জাফর এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. হাসান বারী নূর। জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ নতুন কর্মস্থলে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর সরাসরি বা ইমেইলের মাধ্যমে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে চিঠি পাঠাতে হবে।

পূর্ববর্তী নিবন্ধস্বরলিপির স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধনবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত মহানগর যুবদলের আনন্দ মিছিল