অতি লোভের ফল

আসাদুজ্জামান খান মুকুল | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:১৫ পূর্বাহ্ণ

ভোজন রসিক দাদা নাতি,

একে অন্যের পথের সাথি।

উভয় যাবে মধু পুরে,

দাওয়াত খাবে পেটটি পুরে।

মনের মাঝে এমন আশা,

আশাটিকে করবে খাসা!

আর মধুপুর অনেক দূরে,

দাওয়াত আবার ঠিক দুপুরে।

খাবার দেবে কোর্মা পোলাও,

মাছের ভাজা থাকবে সেটাও।

আরো রবে মিষ্টি পায়েস,

খেয়ে দেয়ে করবে আয়েশ।

সেথায় যেতে তাড়াতাড়ি,

ভাড়া করছে ভাঙা গাড়ি।

দাদা নাতি চলছে ছুটে,

তাদের যাত্রা কে আর টুটে?

পূর্ববর্তী নিবন্ধখোকার ঘুমরোগ
পরবর্তী নিবন্ধকলাবতী ফুল