চট্টগ্রাম কাস্টমসে ফোর স্ট্রোক থ্রি হুইলার অটোরিকশা–ফেব্রিক্সসহ বিভিন্ন ধরনের ৮২ লট পণ্য আগামী ১৬ এপ্রিল নিলামে তোলা হচ্ছে। নিলাম শাখার কর্মকর্তারা জানান, নিলাম প্রক্রিয়ার অংশ হিসেবে গত রোববার থেকে ক্যাটালগ ও দরপত্র বিক্রি শুরু হয়েছে। বিডাররা (নিলামে অংশগ্রহণকারী) নির্ধারিত মূল্য পরিশোধ করে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন।
কাস্টমসের নিলাম শাখা সূত্রে জানা গেছে, পণ্যের মধ্যে রয়েছে চেয়ার, প্লাস্টিক হ্যাঙ্গার, প্লাস্টিক বাকল, ডায়েরি, উডেন পেলেটস, ফেব্রিক্স, রাইচ মিলের যন্ত্রাংশ, ইউজড উইন্ডার মেশিন, সিরামিকের ফুলদানি, মেটাল ফ্রেম, ব্যাটারি লিড, ওয়াশিং কেমিক্যাল, তেঁতুল বিচি, কেট কেজ, ক্র্যাফট পেপার কার্টন, সিনথেটিক বেল্ট, পিভিসি রিবন, গার্মেন্টস অ্যাক্সেসরিজ, পেপার হ্যাং ট্যাগ, ওয়াল পেপার, বই, প্লাস্টিক ক্লিপ হ্যাঙ্গার, পিভিসি রেজিন, সুইং মেশিনের যন্ত্রাংশ, থান কাপড়, এক্রিলিক বাইন্ডার, ডিজেল, অপরিশোধিত সয়াবিন তেল, থিনার, গ্রিজ, সারফেস অ্যাক্টিভ প্রিপারেশন, মোবাইল হাউজিং অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, ছাপার কালি, হুইল চেয়ার, আনপ্রিন্টেড পিভিসি শিট, গ্র্যাফট অ্যাডহেসিভ, পিভিসি কোডিং টাওয়ার, এসিটিক এসিড, কাভারড রাবার থ্রেড, এলইডি ল্যাম্প, বাল্ক, মেশিনারি, ফায়ার এক্সটিংগুইসার, এলিভেটর স্পেয়ারস পার্টস, ভারতের তৈরি ১৬টি ফোর স্ট্রোক থ্রি হইলার অটোরিকশা, ইতালির তৈরি ৭৬টি ফোর স্ট্রোক থ্রি হইলার অটোরিকশা, সুতা ও ইলেকট্রিক ট্রাইসাইকেল।
নিলাম শাখার কর্মকর্তারা জানান, বিডাররা অফিস চলাকালীন এবং নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কেএম কর্পোরেশনের মাঝিরঘাটের অফিস, কাস্টমসের নিলাম শাখা অফিস এবং ঢাকার মতিঝিল অফিস থেকে ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত দরপত্র আগামী ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে জমা দেয়া যাবে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তার (প্রশাসন) কার্যালয়, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা দক্ষিণ) কার্যালয় এবং ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে স্থাপিত দরপত্রের বাক্সে। ১৬ এপ্রিল বিকেল ৩টায় বিডারদের উপস্থিতিতে দরপত্রের বাক্স খোলা হবে। নিলাম সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ দরদাতাদের অনুকূলে পণ্য বিক্রির অনুমোদন দেবেন নিলাম কমিটির সদস্যরা।
নিলামে অংশগ্রহণ করতে প্রতিষ্ঠানের ক্ষেত্রে দরপত্রের সাথে হালনাগাদ করা ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন সনদ, টিআইএন সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে। ব্যক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপি এবং হালনাগাদ টিআইএন সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে। এছাড়া ক্যাটালগে উল্লেখিত শর্ত পূরণ করে নিলামে অংশ নেয়া যাবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপ–কমিশনার মোহাম্মদ নাহিদুন্নবী আজাদীকে বলেন, চট্টগ্রাম বন্দরে দীর্ঘ সময় ধরে নিলামযোগ্য পণ্য আমরা নিলামে বিক্রি করছি। এছাড়া যেসব পণ্য ধ্বংসযোগ্য সেগুলো ধ্বংস করছি।