অটোরিকশাকে বাঁচা‌তে গা‌ছের সা‌থে ধাক্কা খেল ট্রাক

বাঁশখালী প্রতি‌নি‌ধি | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:২৭ অপরাহ্ণ

বাঁশখালীর প্রধান সড়‌কের দা‌রোগা বাজা‌রের দ‌ক্ষি‌ণে মনছু‌রিয়া এলাকায় এক দুঘর্টনায় সিএন‌জিচালিত একটি অটোরিকশাকে বাঁচা‌তে গিয়ে একটি মালবাহী ট্রাকের গা‌ছের সা‌থে ধাক্কা লে‌গেছে।

আজ র‌বিবার (৫ সেপ্টেম্বর) বিকা‌লে সংঘ‌টিত এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা যাত্রীরা আহত হয়েছেন। তারা ব‌্যক্তিগতভা‌বে চি‌কিৎসা গ্রহণ ক‌রে‌ছে।

দুর্ঘটনার পর বাঁশখালীর প্রধান সড়‌কের দা‌রোগা বাজার থে‌কে টাইমবাজার পর্যন্ত দীর্ঘ যানজট সৃ‌ষ্টি হওয়ায় অ‌নেক ভোগা‌ন্তিতে পড়তে হ‌য় পথচারী ও যাত্রী‌দের।

পূর্ববর্তী নিবন্ধখালেদা-তারেকের দালালি যারা করছেন সোজা হয়ে যান
পরবর্তী নিবন্ধদোহাজারীতে কিশোর হত্যা মামলার ৬ আসামী জেল হাজতে