অটোরিকশা পরিবহন শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি প্রত্যাহার

| বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

কর্ণেলহাটে শ্রমিকদের সাথে ট্রাফিক বিভাগের উদ্ভুত পরিস্থিতি সমাধানে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নির্দেশনায় বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সাথে ডিসি ট্রাফিক (পশ্চিম) তারেক আহমেদের অফিসে এক সমঝোতা বৈঠক গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বৈঠকে টিআই মামুনকে প্রত্যাহারের দাবিতে ফেডারেশনের পূর্ব নির্ধারিত কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুলের মধ্যস্থতায় বৈঠকে ট্রাফিক পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) তারেক আহমেদ পরিবহণ নেতাদের বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘটনার তদন্তপূবর্ক ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি ফেডারেশনের ঘোষিত কমর্সূচি প্রত্যাহারের আহবান জানান। আলোচনা সাপেক্ষে ফেডারেশনের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন তাৎক্ষণিক তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিপ্লোমা প্রকৌশলী ছাত্র শিক্ষকদের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধ‘দেশে সু-শাসন নিশ্চিত করতে নৈতিকতার বিকল্প নেই’