ফ্রোবেল স্কুলের শিক্ষার্থীদের একটি দল গত রোববার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানের প্রিন্সিপালের নেতৃত্বে তারা অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের বিভাগসমূহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, উপ–পরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসাইন ,শিশু নিওরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাস,সহকারী অধ্যাপক ডা.ওয়াহিদা আকতার লুবনা,সহকারী অধ্যাপক রেহেনা আহমেদ ও শিশু বিকাশ কেন্দ্রের থেরাপিস্ট ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য , মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রে বিশেষায়িত শিশুদের এক ছাদের নিচে সকল চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে। প্রতিবন্ধী শিশুদের জন্য এটি একটি ইউনিক প্রতিষ্ঠান। এখানে অটিজম ,শারিরীক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের সাইকোলজিক্যাল এসেসমেন্ট,স্পীচ থেরাপি ,আর ও পি,আর এন ডি,ফিজিওথেরাপি সহ সকল চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে। এটি বৃহত্তর চট্টগ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা সেবার জন্য এটি অত্যন্ত নির্ভরতার প্রতিক হিসাবে বিবেচিত হয়ে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।