অজ্ঞান পাটির খপ্পরে পড়ে টাকা-স্বর্ণালঙ্কার হারালেন নারী

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:২৫ পূর্বাহ্ণ

রাউজানে অজ্ঞান পার্টির কবলে পড়ে এক নারী নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার হারিয়েছেন বলে জানা গেছে। গতকাল দুপুরে চট্টগ্রামরাঙামাটি সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী হাসিনা বেগম জানান, গতকাল দুপুরে চট্টগ্রামরাঙ্গামাটি সড়ক পথে সিএনজিচালিত টেক্সিতে করে রাউজানের ডাবুয়া ইউনিয়নের শান্তি নগর বাড়িতে ফিরছিলেন তিনি। গাড়িটি ইছাপুর ফয়জিয়া বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে গাড়িতে থাকা অপর এক নারী যাত্রী হাসিনা বেগমকে একটি কাগজ হাতে দিয়ে সেটি পড়ে দেখতে বলেন। কাগজটি খুলে দেখতে গিয়ে হাসিনা বেগম অজ্ঞান হয়ে পড়েন। এ সময় ওই নারী যাত্রী তার কাছে থাকা ২০ হাজার টাকা, মোবাইল ফোন ও কানের দুল (আট আনা ওজনের স্বর্ণের দুল) খুলে নেয়। পরে টেঙিচালকসহ ওই নারী হাসিনাকে রাউজানের গহিরা চৌমুহনী এলাকায় নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে হাটহাজারীর দিকে চলে যায়। গহিরা এলাকার স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন হাসিনা।

জানা যায়, ভুক্তভোগী হাসিনা বেগম রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিউল আলমের স্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধনগরীর তিন বাজারে টাস্কফোর্সের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধবায়েজিদে ঠিকাদার খুনের ঘটনায় একজনের যাবজ্জীবন