অজ্ঞাত গাড়ির পেছনে মিনি ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বাঁশবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মুক্তার হোসেন (৩৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন উপজেলার সোনাইছড়ি ঘোড়ামারা এলাকার আবুল বশরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি দ্রুতগতির মিনি ট্রাক তার সামনে থাকা অপর একটি অজ্ঞাত গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় মিনি ট্রাকের সামনের অংশ দুমড়েমুছড়ে যায় এবং ঘটনাস্থলে চালক গুরুতর আহত হয়।

খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সদস্যরা আহত চালককে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয় কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ২টা ২৫ মিনিট সময়ে খবর পেয়ে আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ। থানার ওসি মো. জসিম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজনগণ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে ঐক্যবদ্ধ
পরবর্তী নিবন্ধযেখানে যা হচ্ছে সবকিছুতে দোষ চাপানো হচ্ছে : মির্জা আব্বাস