বোয়ালখালীতে মসজিদের পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পশ্চিম কধুরখীলে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার এশার নামাজ পড়তে মসজিদে যান ওই এলাকার বাসিন্দা মো. জালাল উদ্দীন (২২)। মসজিদে ঢুকার আগে পুকুরে অজু করার সময় পড়ে যান তিনি। দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত জালাল একই এলাকার আবদুল মাঝি বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। তিনি একটি দোকানে কম্পিউটার অপারেটরের কাজ করতেন বলে জানা যায়।
স্থানীয়রা বলেন, রাতে এশার নামাজের সময় মিফতাহুল উলুম মাদরাসার পুকুরে অজু করতে গিয়েছিলেন জালাল উদ্দীন। দীর্ঘ সময় ধরে ঘরে ফিরে না যাওয়ায় পরিবার ও এলাকাবাসী তার খোঁজে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে ঘাটে তার জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুকুরে নেমে তল্লাশি করেন তারা। রাত ১টার দিকে জালালের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।