অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার ওপর আস্থা রাখুন

হাটহাজারীতে সমাবেশে এম.এ সালাম

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেছেন, হাজার বছরের পরাধীন জাতির মুক্তিদাতা বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন ছিল বাঙ্গালির স্বাধীনতা ও শোষিত মানুষের মুক্তি। কিন্তু বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার মাধ্যমে দেশের অগ্রগতি থামিয়ে দেয় স্বাধীনতা বিরোধী পরাশক্তি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নানান প্রতিকূলতা পেরিয়ে অকল্পনীয়ভাবে দেশকে উন্নয়ন অগ্রগতির মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরকারের এই ধারা অব্যাহত রাখতে তিনি দল মতের উর্ধে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। হাটহাজারীর নজুমিয়া হাটে জাতীয় শোক দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গত ২৭ আগস্ট স্থানীয় একটি কমিউনিটি হলে বুড়িশ্চর ও শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী। এম বেলাল উদ্দিন বিজয়ের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. আকতার হোসেন,এনামুল হক এনাম,মাহাবুব আলম আলম, মোহাম্মদ বখতেয়ার, নূসরাত জাহান। বক্তব্য রাখেন মোহাম্মদ আলমগীর,আব্দুল মান্নান রানা.সাইফুল ইসলাম টিপু,শওকত আকবর. সরোয়ার ইকবাল, মো. মোরশেদুল আলম, মো. সেলিম. মো. শফি, দীপন দাশ,জাবেদ হাসান,ফারুক হোসেন,ওমর ফারুক, সোহেল রানা,নাসির আলী খান পান্না, রাশেদুল ইসলাম, ইদ্রিস মামুন,আরিফ জামশেদ,আশরাফুল হিমেল, জুনায়েদ হাবিব নাকিব,দিদারুল আলম, মো. জিসান,ওয়াসিম জাবেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপশক্তি মোকাবিলায় তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধশিশুদের সুরক্ষা ও উন্নয়নে সরকার অঙ্গীকার বাস্তবায়ন করছে