অগ্রণী ব্যাংকে গ্রাহক নির্বাচন ও তাৎক্ষণিক ঋণ মঞ্জুরি প্রদান

সিএমএসএমই প্রণোদনা

| বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৮:৩০ পূর্বাহ্ণ

অগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সার্কেলের উদ্যোগে ভার্চুয়াল পদ্ধতিতে সিএমএসএমই প্রণোদনা প্যাকেজের আওতায় ‘উপর্যুক্ত গ্রাহক নির্বাচন এবং তাৎক্ষণিক ঋণ মঞ্জুরি প্রদান অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ শামস্‌্‌-উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান এবং সার্কেল মহাব্যবস্থাপক মো. সামসুল হক। এতে সভাপতিত্ব করেন লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান দিপ্তীময় বিশ্বাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঋণ মঞ্জুরি প্রাপ্ত বিভিন্ন শাখার গ্রাহকবৃন্দ, অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধান এবং অন্যান্যরা। সভায় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে অর্থনীতিতে বিরূপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সিএমএসএমই খাতে ২০,০০০ কোটি টাকা প্রণোদনা প্যাকেজের আওতায় স্বচ্ছ প্রক্রিয়ায় উপর্যুক্ত গ্রাহক নির্বাচন করে যোগ্য জামানত নিয়ে ন্যূনতম সময়ের মধ্যে ঋণ প্রদানে ঋণ গ্রহীতাদের সহযোগিতা করার জন্য সকল অঞ্চল ও কর্পোটের শাখা প্রধানদের নির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি সার্কেল মহাব্যবস্থাপক গ্রাহক সেবা সমুন্নত রাখার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণে উপস্থিত সকল নির্বাহী/কর্মকর্তাদের অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে প্রয়াস
পরবর্তী নিবন্ধ২৭ মার্চের সমাবেশ সফল করতে যুবদলকে মাঠে থাকতে হবে