অগ্রণী ব্যাংক এক্সিকিউটিভ ক্লাব চট্টগ্রামের বিদায় অনুষ্ঠান

| রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৯:২৫ পূর্বাহ্ণ

অগ্রণী ব্যাংক এক্সিকিউটিভ ক্লাব চট্টগ্রামের সভাপতি মোস্তাক আহমেদ অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে গুলশান কর্পোরেট শাখা ঢাকায় পদায়ন পেয়েছেন। এতে ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হন অগ্রণী ব্যাংকের লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক ও শাখা প্রধান এবিএম সাইফুদ্দিন খান চৌধুরী। এ উপলক্ষে ক্লাবের সাবেক সভাপতি পদোন্নতি প্রাপ্ত মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদের বিদায় সংবর্ধনা গত ১৬ জানুয়ারি আগ্রাবাদস্থ কপার চিমনি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি চট্টগ্রাম সার্কেল এবং প্রধান কার্যালয় ঢাকা ঋণ আদায় বিভাগের মহাব্যবস্থাপক এ.কে.এম শামীম রেজা।

ক্লাব সেক্রেটারি মুহাম্মদ আলী মিঞার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপমহাব্যবস্থাপক ও শাখা প্রধান এবিএম সাইফুদ্দিন খান চৌধুরী। বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি লক্ষন চন্দ্র দাস, সহসভাপতি অজয় কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিনুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ জোবাইরুল হক, চট্টগ্রাম সার্কেল সচিবালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ সফিউল আজম, নির্বাহী সদস্য শাহজাদুল আলম (উপমহাব্যবস্থাপক)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিইউসিবিএ এলামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
পরবর্তী নিবন্ধভোক্তা আইনে কাপ্তাইয়ের ২ দোকানির জরিমানা