অগ্রণী ব্যাংক এক্সিকিউটিভ ক্লাব চট্টগ্রামের নবগঠিত কার্যকরি কমিটির উদ্যোগে গত ৩১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় পিআরএল গমনকারী ও পদোন্নতি প্রাপ্ত নির্বাহীদের বিদায়–বরণ অনুষ্ঠান নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি লক্ষণ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক, মুক্তিযুদ্ধ গবেষক মো. আবু হাসান তালুকদার। ক্লাবের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী মিঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া এবং বিদায়ী সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক।
প্রধান অতিথি মো. আবু হাসান তালুকদার তার বক্তব্যে অগ্রণী ব্যাংকের সর্বস্তরের নির্বাহীদের নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি অগ্রণী ব্যাংক এক্সিকিউটিভ ক্লাব চট্টগ্রাম অগ্রণী ব্যাংক চট্টগ্রাম সার্কেলের সর্বস্তরের নির্বাহী, কর্মকর্তা–কর্মচারীদের মেলবন্ধনে ভূমিকা রাখবে মর্মে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি এ বি এম সাইফুদ্দিন খান চৌধুরী, ২য় সহসভাপতি শাহজাদুল আলম মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক যোবায়রুল হক, নির্বাহী সদস্য অজয় কুমার চৌধুরী ও মো. নাসিমুল হকসহ ক্লাবের সদসবৃন্দ। অনুষ্ঠানে পিআরএল গমণকারী নির্বাহী ও পদোন্নতিপ্রাপ্ত নির্বাহীবৃন্দ এবং অফিসার সমিতি ও সিবিএ নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।