সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি সেবা প্রদানের লক্ষ্যে মাঠে রয়েছেন। ঘটনাস্থল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে নানা ধরনের সেবা প্রদান করেছেন।
বিজিএমইএ : সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের জন্য বিজিএমইএর সভাপতি ফারুক হাসান ও বিজিএমইএ পর্ষদের নির্দেশনায় প্রাথমিক পর্যায়ে জরুরি চিকিৎসা ও খাদ্য সামগ্রীসমূহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পক্ষে জরুরি ওয়ার্ড ইনচার্জ ডাক্তার খোকনের বরাবরে হস্তান্তর করেন বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, তানভীর হাবিব, এ.এম. শফিউল করিম, মো. হাসান, মিরাজ-ই-মোস্তফা, বিজিএমইএ সদস্য মঈনউদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।
পোর্ট সিটি ইউনিভার্সিটি : কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দেখতে ও খোঁজ-খবর নিতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরল আনোয়ারের নেতৃত্বে পরিদর্শন দলটি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অর্থসহায়তা প্রদান করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কেন্দ্রের চিকিৎসকরাও কর্তৃপক্ষের নির্দেশনায় নিয়মিত চিকিৎসকদের সাথে আহতদের সার্বক্ষনিক সেবা প্রদান করে যাচ্ছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে সীতাকুণ্ড বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে আহত রোগীদের ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোগী ও রোগীর অভিভাবকদের কাছে উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, কার্যনির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য খায়েজ আহমেদ ভূঁইয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, প্রফেসর খন্দকার বোরহান উদ্দিন, উপ-পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক ডা. এ কে এম আশরাফুল করিম ও চট্টগ্রাম কলকারখানা পরিদর্শক অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এম. আর. আজিমের উদ্যোগ : কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে অগ্নিদগ্ধদের ও আহতদের জন্য ১৫টি বড় স্ট্যান্ড ফ্যান, বিশুদ্ধ পানি, ওষুধ ও সার্জিকেল সরঞ্জাম সামগ্রী গতকাল বিকালে চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহমদের নিকট হন্তান্তর করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর. আজিম। এ সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের উপ-পরিচালক অংশু-ই প্রু মারমা, সহকারী পরিচালক (প্রশাসন) রাজীব পালিম, সিনিয়র স্টোর অফিসার মো. হুমায়ুন কবির, লায়ন সাইফুল ইসলাম রাসেল, হাবিব উল্লাহ চৌধুরী নাহিদ, ফারুখুল ইসলাম অংকুর, শওকত উল্লাহ সোহেল, ফজলুল কবির সোহেল, ফখরুল আলম রিপন প্রমুখ।
মহানগর যুবদল : সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে পক্ষ খাবার, ফলমূল ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে নগর যুবদল। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের সহায়তা কেন্দ্রে এসব সামগ্রী হস্তান্তর করেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক শাহীন পাটোয়ারী, হেলাল হোসেন, গুলজার হোসেন, শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, কোষাধ্যক্ষ নুর হোসেন উজ্জ্বল, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগীর, সহ সম্পাদক মো. শাহেদুল ইসলাম শাহেদ, গুলজার হোসেন মিন্টু, জাফর সাদেক সোহেল প্রমুখ।
গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী : গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর (গীমাস) উদ্যোগে সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের জন্য শুষ্ক খাবার, পানি, জুস, দুধ, ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল বিকালে চমেক হাসপাতালস্থ জেলা প্রশাসনের সহায়তা কেন্দ্রে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নিকট এসব সহায়তা প্রদান করেন গীমাস নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, গীমাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক কৃষ্ণা দাশ, উপদেষ্টা অধ্যক্ষ সুলেখা পাল, শিল্পী চৌধুরী, সুচিত্রা ধর, সুমন কুমার বণিক, পৃষ্ঠপোষক দীপেন সাহা, সুমী ধর, টিটু মল্লিক, শিল্পী আচার্য্য, লাভলী দে, চম্পা চৌধুরী, প্রিয়াংকা বণিক, লিপি সরকার, রেশমি ধর, প্রিয়ম নন্দী, পপি বিশ্বাস, তৃষ্ণা চৌধুরী প্রমুখ।
নিষ্ঠা ফাউন্ডেশন : সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে অগ্নিকাণ্ডে আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য সন্ধানী ব্লাড ব্যাংকের মাধ্যমে গতকাল ১২০ ব্যাগ রক্ত দিল ফাউন্ডেশনের পুরুষ ও নারী স্বেচ্ছাসেবকরা। ফাউন্ডেশনের ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান এম এ সবুর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মোট ৩০ নারী স্বেচ্ছাসেবক চমেক হাসপাতালে রক্তদান, রোগীদের এ্যাম্বুলেন্স সেবা, প্রয়োজনীয় ওষুধ ও খাদ্যপানীয় সরবরাহ, অক্সিজেন সিলিন্ডারসহ প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। একইসাথে মোট ৯০ জন পুরুষ স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক চমেক হাসপাতালে রোগীদের সেবায় নিয়োজিত আছেন।
এসএসসি ২০০০ ব্যাচ : সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহত চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মাঝে এসএসসি ২০০০ ব্যাচ, চট্টগ্রাম গ্রুপের উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এসময় বক্তারা সার্বিক সহযোগিতার জন্য ডা. জাবেদ বিন আয়ুব সাগরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
পাঁচলাইশ থানা আ.লীগ : চমেক হাসপাতালে অগ্নিকাণ্ডে আহত ব্যাক্তিদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও পাঁচলাইশ থানা আ.লীগ নেতা মোহাম্মদ আলী আকবর। ৭ জুন সকাল থেকে তিনি আহতদের হাতে বিশুদ্ধ পানি, স্যালাইন-ওষুধ, কেক-পাউরুটি, হাত পাখা, লুঙ্গি-তাওয়াল, বেড-বালিস,কলা, জুস ও শুকনো খাবারসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন, নটরাজ গুপ্ত, মোহাম্মদ নূরু, সুমন দাস, মোহাম্মদ মেহেদী, মো. রনি, ছাত্রলীগ নেতা মো. জহির প্রমুখ।
মহানগর যুবলীগের সংগঠক : চমেক হাসপাতালে অগ্নিকাণ্ডে আহত ব্যাক্তিদের বিনামূল্যে ফ্রি অ্যাম্বুল্যান্স সার্ভিস, ফ্রি ওষুধ সামগ্রী ও হতাহত স্বজনদের জন্য রান্না করা খাবার বিতরণ করা হয়। চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক দিদারুল আলম দিদারের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। গত ৬ জুন ফ্রি সেবা প্রদানকালে উপস্থিত ছিলেন ওয়াহিদুল আলম শিমুল, কায়সার, সুমন চৌধুরী, কামরুজামান টিপু প্রমুখ।
চট্টগ্রাম শেখ মনি যুব জাগরণ মঞ্চ : সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের পাশে রক্ত থেকে শুরু করে চিকিৎসা সামগ্রীসহ সার্বিক সহযোগিতায় নিয়োজিত আছেন চট্টগ্রাম শেখ মনি যুব জাগরণ মঞ্চের উদ্যোক্তা সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু। একঝাঁক যুবক ও ছাত্রনেতাদের নিয়ে তিনি সেবা দিয়ে যাচ্ছেন। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, এমইএস কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুলের হাসি : হাটহাজারী প্রতিনিধি জানান, ডিপোতে বিস্ফোরণে আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীনদের জন্য ফুলের হাসি সামাজিক মানবিক সংগঠনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার অসুস্থদের মাঝে লুঙ্গি, গামছা, হেক্সিসল, হাতপাখা, বিস্কুট ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তসলিম হাসান হৃদয়, মনোয়ারা বেগম মনি, মেহেরুন নিসা, মোহাম্মদ কামাল, মো. মাহিন, মো. রুবেল, হাবিবুল আলম চৌধুরী প্রমুখ।