অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চসিক ও রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা

| রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৪৭ পূর্বাহ্ণ

রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট নগরীর পশ্চিম খুলশী জালালাবাদ টাওয়ারস্থ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে। গতকাল শুক্রবার ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ ছালামের সভাপতিত্বে ত্রাণ বিতরণে বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল চৌধুরী ফয়সালের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, জনি চৌধুরী, কৃষ্ণ দাশ প্রমুখ। এতে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের মাঝে শুকনো খাবার হিসেবে চাল, ডাল, সুজি, লবণ, তেল, চিনিসহ নগদ ২০০০ টাকা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনিবাসী বাংলাদেশীদের সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালী ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি