অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল বাঁশখালী উপজেলা প্রশাসন

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী আব্দুল মুনাফের পরিবারের পাশে দাঁড়াল বাঁশখালী উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন, নগদ অর্থ, চাউল বিতরণ করা হয়। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমিনা বাপের বাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত আব্দুল মুনাফের বাড়ি পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাথমিকভাবে ঢেউটিন, নগদ টাকা, চাউল সহযোগিতা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহয়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম সিকদারসহ স্থানীয় এলাকাবাসী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামশেদুল আলম জানান, খানখানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমিনা বাপের বাড়ি এলাকায় অগ্নিকান্ডে একটি গোয়াল ঘরসহ তিনটি গবাদি পশু আগুনে পুড়ে যাওয়ার খবর শোনা মাত্রই অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম সিকদারকে আমি সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ঢেউটিন, চাউল, নগদ অর্থ সহযোগিতা করেছি। এছাড়াও যতদ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি আরো কিছু সহযোগিতার ব্যবস্থা করা হবে।

ক্ষতিগ্রস্থ আব্দুল মুনাফ বলেন, (২৬ এপ্রিল) রাত আনুমানিক ২.৩০ ঘটিকার সময় হঠাৎ আমার গোয়াল ঘরে স্থানীয় লোকজন আগুন দেখতে পায়। আমার পরিবারের সবাই তখন বাড়িতে ঘুম ছিল। আমার গোয়াল ঘরসহ ৩টি গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে। আমার ২ থেকে ৩ লক্ষ টাকার ওপর ক্ষতি হয়েছে বলে।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে ১৪ লক্ষ টাকার অবৈধ সয়াবিন তেল জব্দ