বিএনপির–জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার নেতৃত্বে এক মিছিল ঢাকা–চট্টগ্রাম মহাসড়কসহ পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক মহসীন জাহাঙ্গীর, রেজাউল করিম, মহিউদ্দিন আহমেদ, সাইদ মিয়া, মেজবাউদ্দিন চৌধুরী, মো. সাহাবুদ্দিন, ফেরদৌস মিয়াজী, মো. আলাউদ্দিন, খোরশেদ আলম, নাজিম উদ্দিন, মাইমুন উদ্দিন মামুন, রতন মিত্র, বিজয় চক্রবর্তী, আবুল হোসেন বাবুল, আবুল কালাম আজাদ, রবিউল হোসনে, এস এম রিয়াদ জিরানী, রেহান উদ্দিন রেহানসহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাকের ভূঁইয়া বলেন, বিএনপি জামায়াতে হরতাল অবরোধ এদেশের জনগণ মানবে না। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আবার আওয়ামী লীগকে ভোট দিবে।