অক্সিজেনে ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিল জনতা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৬ পূর্বাহ্ণ

ছিনতাইকালে মো. বেলাল (৩৪) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত সোমবার সন্ধ্যায় নগরের অক্সিজেন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেলাল তালিকাভুক্ত ছিনতাইকারী। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের সাতটি মামলা রয়েছে। বায়েজিদ থানা সূত্রে জানা গেছে, অক্সিজেন মোড়ে লেগুনায় ওঠার সময় জসিম নামের এক ব্যক্তিকে ছোরার ভয় দেখিয়ে মোবাইল ও নগদ এক হাজার টাকা ছিনিয়ে নেয় বেলাল। জসিম চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে বেলালকে হাতেনাতে আটক করে। এরপর খবর পেয়ে বায়েজিদ থানার একটি টিম ঘটনাস্থল গিয়ে তাকে থানা নিয়ে আসে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা আজাদীকে বলেন, বেলালের বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ ও বায়েজিদ থানায় সাতটি মামলা আছে।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা সৈয়দ সালেকুর রহমান
পরবর্তী নিবন্ধশিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের