অক্সিজেন-হাটহাজারী-নাজিরহাট সড়ক প্রশস্ত করা হোক

| মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অক্সিজেন থেকে হাটহাজারীনাজিরহাটফটিকছড়িরাউজান ও খাগড়াছড়িরাঙ্গামাটি পার্বত্য জেলা যাওয়ার একমাত্র সড়কটি বর্তমান প্রেক্ষাপটে প্রশস্ত না হওয়ার কারণে প্রতিনিয়ত যানজট লেগেই আছে। তাতে জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এই জেলাগুলিতে দেশের লক্ষলক্ষ মানুষেরবিভিন্ন কারণে যাতায়াত করতে হয়।

প্রতিনিয়ত যদি এই যানজটের কারণেদুর্ভোগ পোহাতে হয় তাহলে বন্দরনগরী চট্টগ্রমের যাতায়াতে সেই পুরাতন কালের কথাই মনে করিয়ে দেয়। সুতরাং দেশের বৃহত্তর স্বার্থেবন্দরনগরী চট্টগ্রামের রাস্তাঘাটের উন্নয়নে যথাযথ কর্তৃপক্ষের সুনজর কামনা করছি।

মুহাম্মদ আবু ছৈয়দ চৌধুরী

পোর্ট কানেক্টিং রোড, নিমতলা, বন্দর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমণীন্দ্রলাল বসু : লেখক ও ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধশিল্পীর চোখে তুমি