নগরীর অক্সিজেন মোড়ের নাম পরিবর্তন করে ‘গাউছুল আজম মাইজভাণ্ডারী চত্বর’ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রস্তাব অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে বিমানবন্দর সড়ক ও ভিআইপি রোডকে ‘জননেত্রী শেখ হাসিনা সড়ক’ রাখার প্রস্তাবে সম্মতি দেয়নি। সড়কটির বিষয়ে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর ট্রাস্টি বোর্ডের অনুমোদনের কপি প্রেরণের নির্দেশনা দেয়া হয়।
চসিক সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চসিকের বর্তমান পর্ষদের ১৩তম সাধারণ সভায় অক্সিজেন মোড়কে ‘হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী’ চত্বর নামকরণের সিদ্ধান্ত হয়। এর আগে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ১২তম সাধারণ সভায় বিমানবন্দর সড়কের বারিক বিল্ডিং থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়কের নাম ‘জননেত্রী শেখ হাসিনা সড়ক’ রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে তা অনুমোদন চেয়ে গত ১৬ মার্চ স্থানীয় সরকার বিভাগে পত্র দেয় চসিক। এ বিষয়ে ২৯ মে স্থানীয় সরকার বিভাগ থেকে চসিককে পত্র দিয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়। গতকাল বুধবার পত্রটি পেয়েছে চসিক। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম এতে স্বাক্ষর করেন। মন্ত্রণালয়ের পত্রে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে অবস্থিত অক্সিজেন মোড়কে ‘গাউছুল আজম মাইজভান্ডারী চত্বর’ নামকরণে স্থানীয় সরকার বিভাগের সম্মতি অথবা অনুমোদন প্রদান করা হল। বিষয়টি নিশ্চিত করে মেয়র রেজাউল করিম চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, অতি শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
এদিকে বিমানবন্দর সড়ক প্রসঙ্গে মন্ত্রণালয়ের পত্রে বলা হয়, ২০১১ সালের ৪ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির (একনেক) সভার সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু কিংবা তাঁর পরিবারের নামে কোনো ধরনের কার্যক্রম গ্রহণের পূর্বে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর অধীন ট্রাস্টি বোর্ডের অনুমোদন নিতে হবে। কিন্তু চসিক অধিক্ষেত্রে অবস্থিত এয়ারপোর্ট রোড (সল্টগোলা থেকে এয়ারপোর্টের প্রবেশ মুখ পর্যন্ত) ও ভিআইপি রোডকে (এয়ারপোর্টের প্রবেশ মুখ হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মুখ পর্যন্ত) ‘জননেত্রী শেখ হাসিনা সড়ক’ নামকরণের প্রস্তাবটির সঙ্গে ট্রাস্টি বোর্ডের অনুমোদনের প্রমাণক প্রেরণ করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করে চসিক মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম দৈনিক আজাদীকে বলেন, বিমানবন্দর সড়ক ও ভিআইপি রোডকে ‘জননেত্রী শেখ হাসিনা সড়ক’ নামকরণের সুবিধার্থে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অধীন ট্রাস্টি বোর্ডের অনুমোদনের জন্য আমরা লিখব।