অক্সিজেন এলাকায় গৃহবধূর মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানার অক্সিজেন কাঁচাবাজার এলাকায় শায়লা শারমিন (২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৯ টার দিকে শ্বশুর বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয় স্বজনরা। শায়লা শারমিন বায়েজিদ থানার অক্সিজেন কাঁচাবাজার এলাকার চৌধুরী নিবাস ভবনের ৪র্থ তলায় থাকতেন। তার স্বামী পলাশ প্রবাসে থাকেন। বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নিহতের বাবা সুজাউদ্দৌলা ভুঁইয়া জানান, শারমিন দীর্ঘদিন থেকে মানসিকভাবে বিপর্যস্ত। ডিপ্রেশনজনিত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া আজাদীকে বলেন, বায়েজিদ থেকে শারমিনকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ ক্যাম্প থেকে উখিয়ায় দু’দিনে ২৩২ রোহিঙ্গা স্থানান্তর
পরবর্তী নিবন্ধঢালুপথে জিপ আটকিয়ে ট্রাফিক পুলিশের জিজ্ঞাসাবাদ, নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপা