নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় ১৮টি গাড়ি জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। গতকাল সিএমপির ট্রাফিক বিভাগের (উত্তর) অভিযানে গাড়িগুলো জব্দ করা হয়। জব্দকৃত গাড়ির মধ্যে রয়েছে ৯টি গ্রাম সিএনজি, ৫টি ব্যাটারিচালিত অটো রিকশা, ২টি হিউম্যান হলার, ১টি বাস ও ১ অটো টেম্পো। ট্রাফিক ইন্সপেক্টর (বায়েজিদ) মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ডিসি ট্রাফিক উত্তর স্যারের নির্দেশনায় অবৈধ গাড়ি বন্ধে অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে।