অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তার কারণ নেই: ব্রিটিশ মন্ত্রী

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১১:০৯ পূর্বাহ্ণ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে একজন ব্রিটিশ মন্ত্রী আশ্বস্ত করেছেন, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এই টিকার কার্যকারিতা নিয়ে অ্যাস্ট্রাজেনেকার দেওয়া তথ্য নিয়ে সমপ্রতি বিভ্রান্তি দেখা দেয়। তবে যুক্তরাজ্যের গৃহায়ণমন্ত্রী রবার্ট জেনরিক বলেছেন, এসব তথ্য স্বাধীনভাবে পর্যালোচনা করা হবে।
যুক্তরাজ্যের গৃহায়ণমন্ত্রী রবার্ট জেনরিক স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মনে করি না, অযাচিত উদ্বেগের কোনও কারণ রয়েছে। আমরা এখন নিয়ন্ত্রকদের কাছে চিঠি লিখে টিকা-সম্পর্কিত তথ্যের স্বাধীন মূল্যায়ন করতে বলেছি। আমাদের এখন স্বাধীন পর্যালোচনা করতে দিতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধনেই ব্যাংক একাউন্ট ক্যারি লামের বাড়িতে নগদ অর্থের স্তূপ
পরবর্তী নিবন্ধবিজ্ঞানী মহসেন হত্যায় দায়ী ইসরায়েল : রুহানি