অক্টোবর সেবা মাস আজ থেকে শুরু

প্রতিদিন একাধিক ক্লাবের সেবা কর্মসূচি কার্যক্রম তুলে ধরলেন লায়ন্স জেলা গভর্নর

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪ এর গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেছেন, লায়নিজমের যাত্রা শুরু হয়েছিল মানবসেবার মহান ব্রত নিয়ে। গত একশ বছরের বেশি সময় ধরে সেই ব্রতই পালন করে চলেছেন লায়ন সদস্যরা। বিশ্বের দেশে দেশে লায়ন সদস্যরা আর্তমানবতার সেবায় নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করে চলেছেন।

তিনি বলেন, লায়ন এবং লিও সদস্যরা দেশের জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ মাত্র। আমাদের কর্মকাণ্ড ও প্রচেষ্টা কোনো জাতীয় সমস্যা সমাধানের জন্য পর্যাপ্ত নয়। সমাজের অন্যান্য বিত্তবানরা দেশের ভাগ্যাহত মানুষের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে এগিয়ে এলে সমাজটা আরো বেশি বাসযোগ্য হবে। তিনি সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আমরা সবাই মিলে দারিদ্র্য দূরীকরণে আমাদের প্রদীপসম ক্ষুদ্র প্রচেষ্টাকে এগিয়ে নিলে সমাজের বহু মানুষের মুখে হাসি ফুটবে।

গভর্নর বলেন, ‘একতাতে সমৃদ্ধি’আমার এই ডাককে সামনে রেখে মানব কল্যাণে আমাদের সেবাকর্ম পরিচালনা করে যাচ্ছি। সামনের দিনগুলোতেও লায়ন সদস্যরা সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন তিনি।

আজ বুধবার থেকে শুরু হওয়া অক্টোবর সেবা মাস উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি বিগত দিনগুলোতে চট্টগ্রামে লায়ন সদস্যরা কি কি কাজ করেছেন তারও উল্লেখ করেন। আজ থেকে শুরু হওয়া অক্টোবর মাসে প্রতিদিনই একাধিক ক্লাব একাধিক সেবা কর্মসূচি রেখেছে বলে তিনি জানান। অক্টোবর সেবা মাস উপলক্ষে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপনকালে লায়ন্স গভর্নর মোসলেহ উদ্দিন আহমেদ অপু এসব কথা বলেন। প্রেস কনফারেন্স কমিটির মেম্বার সেক্রেটারি লায়ন হাসান আকবরের সঞ্চালনায় জাকির হোসেন রোডে লায়ন্স কমপ্লেক্সের হালিমা রোকেয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ হারুন ইউসুফ।

সংবাদ সম্মেলেনে সদ্য প্রাক্তন গভর্নর লায়ন কোহিনুর কামাল, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিক, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, অক্টোবর সেবা মাসের সেক্রেটারি লায়ন নিশাত ইমরান, ট্রেজারার এম এইচ শাহ বেলাল প্রমুখ বক্তব্য রাখেন।

লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, ১৯৫৮ সালে সাবেক মন্ত্রী মরহুম এম আর সিদ্দিকীর হাত ধরে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের মাধ্যমে এদেশে লায়নিজমের সূচনা হয়। চট্টগ্রাম একমাত্র জেলা, যা ঢাকার বাইরে কর্মকাণ্ডের ব্যাপ্তি ঘটিয়ে ইতিমধ্যে ১১৬টি ক্লাবের মাধ্যমে ৩ হাজার ৭শ ২৩ জন লায়ন সদস্য দুস্থ মানুষের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া লায়ন কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বতন্ত্র লিও জেলা বলিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এই লিও জেলায় ২ হাজার ৬শ ৩৫ জন লিও সদস্য ৪৯টি ক্লাবের মাধ্যমে সেবামূলক কাজে লায়নদের সহযোগিতা করে চলেছেন। বর্তমান বাংলাদেশে মাল্টিপল জেলা ৩১৫এর ৪টি লায়ন্স জেলা ৯৫০টি লায়ন্স ক্লাবের মাধ্যমে ২২ হাজার ১শ ৫০ জন লাইন সদস্য সর্বদা সেবা কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন।

লায়নিজমের বিশ্বে সূর্য অস্ত যায় না উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বিশ্বের ২১০টি দেশে প্রায় ১৪ লক্ষ লায়ন সদস্য পৃথিবীর কোথাও না কোথাও প্রতি মুহূর্তে মানব কল্যাণে সেবাকর্ম পরিচালনা করে চলেছেন। এ বছর লায়ন্স ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট বৈশ্বিক পরিবর্তনের লক্ষ্যে ডাক দিয়েছেন ‘লিড টু সার্ভ, সার্ভ টু লিড’। ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের এই কল বাস্তবায়নে দুনিয়াজুড়ে লায়ন সদস্যরা কাজ করছেন। সকলে মিলে পরস্পরের প্রতি যত্নশীল ও পারস্পরিক বন্ধনে একতাবদ্ধ হয়ে সমৃদ্ধির মাধ্যমে দেশ ও সমাজ পরিবর্তনে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম ও স্থায়ী প্রকল্পগুলোও তুলে ধরেন তিনি। এগুলো হচ্ছে লায়ন্স চ্যারিটেবল চক্ষু হাসপাতাল, আনোয়ারা তাহের ফিজিওথেরাপি ক্লিনিক, লায়ন্স স্কলারশিপ ট্রাস্ট, লায়ন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লায়ন্স করোনাডেঙ্গু সাপোর্ট সেন্টার, ওয়ান ক্লাব ওয়ান চাইল্ডসহ বিভিন্ন স্থায়ী প্রকল্প।

আজ থেকে শুরু হওয়া অক্টোবর সেবা মাসে অন্ধত্ব নিবারণে ১১৬টি ক্লাবের উদ্যোগে চট্টগ্রামের ১৫ উপজেলায় আই ক্যাম্পের মাধ্যমে ১০০০ জনের বেশি রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। ৭টি সচেতনমূলক সেমিনারের মাধ্যমে ১ হাজার ৪শ জন মানুষকে চাইল্ডহুড ক্যানসার সম্পর্কে সচেতন করা, ক্ষুধা নিবারণে সুবিধাবঞ্চিত প্রায় ২৩ হাজার পথশিশু, মাদ্রাসা ও এতিমখানার ছাত্রছাত্রীদের মাঝে খাবার তুলে দেওয়া, ১১ হাজার ৭০০ জন বয়স্ক শিশুকে টাইপ ওয়ান ডায়াবেটিস স্ক্রিনিং, চট্টগ্রামে ২৬ হাজার ৫শ বৃক্ষরোপণ, বছরব্যাপী ৬ হাজার দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হবে। এছাড়া ৪টি নতুন লায়ন্স ক্লাব গঠন, দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ, বিভিন্ন সময় হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অসচ্ছল প্রতিবন্ধী মানুষের পাশে থাকার চেষ্টা করবেন লায়ন সদস্যরা। পরে কেক কেটে অক্টোবর সেবা মাসের কার্যক্রম উদ্বোধন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভোটের জন্য প্রস্তুত হচ্ছে চাকসুর সাদা ভবন
পরবর্তী নিবন্ধনির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র দৃশ্যমান : সালাহউদ্দিন