অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২২ নভেম্বর মঙ্গলবার বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কবিতা চৌধুরী,দি চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র সহ সভাপতি মো. ইদ্রিস, ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক রাইসুল উদ্দিন সৈকত, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সদস্য এমদাদুল আজিজ চৌধুরী, সদস্য মঞ্জুর মোর্শেদসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
পরে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা লাবিবা তাবাসসুম এবং সামিহা খুশনুদ।