নগরীর হালিশহর থানার উত্তর হালিশহরে তিন তলা থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। ৪৫ বছর বয়সী ওই যুবকের নাম মো. সালাউদ্দিন বলে জানা গেছে।
আজ শুক্রবার (২৪ জুন) বিকেলে বশির শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মো. সালাউদ্দিন একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, “উত্তর হালিশহরে তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাউদ্দিন আহত হন। এ অবস্থায় বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কীভাবে তিনি ছাদ থেকে পড়েছেন তা জানা যায়নি।”












