যুক্তরাজ্যে ঈদে শিশুদের উপহার দিলো ওয়ার্ক ফর স্মাইল

| রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ১২:৪৫ পূর্বাহ্ণ

ঈদ উপলক্ষে ওয়ার্ক ফর স্মাইল-এর পক্ষ থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের লং সাইড লাইব্রেরিতে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন ও উপহার বিতরণ করা হয় শনিবার (২৯ এপ্রিল)।

এতে স্থানীয় কাউন্সিলর সুজান রিচার্জ বলেন “ওয়ার্ক ফর স্মাইল কোভিড মহামারী পরবর্তী সময়ে শিশুদের জন্য যে কাজ করে গেছে তা প্রশংসনীয়।”

তিনি সমাজের উন্নয়নে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

ওয়ার্ক ফর স্মাইল-এর প্রতিষ্ঠাতা মো. খায়রুজ্জামান বলেন, “সামাজিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের কাজ। আজকের এই উপহার বিতরণের মাধ্যমে আমরা যদি শিশুদেরকে খুশি করতে পারি সেখানেই আমাদের সার্থকতা।”

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর স্মাইল-এর কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ করিম, প্যাট্রিক রিচার্ড, মাসুদ হোসেন, এয়াকুব আলী, বারাতুন নিসা, কলিন ডাইস, সাবিহা সুলতানা, আকবর আলী, নুরুল আলম, মোহাম্মদ নূরু, ফয়সাল সম্রাট প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অজ্ঞাত পরিচয় মহিলার মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধকন্টেনারে করে মালয়েশিয়া যাওয়া সেই কিশোরের পানিতে ডুবে মৃত্যু