শিরোপাজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনায় উৎফুল্ল জামাল খান

আজাদী অনলাইন | বুধবার , ২৮ সেপ্টেম্বর, ২০২২ at ৪:১৪ অপরাহ্ণ

দক্ষিণ এশিয়া মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের (সাফ) শিরোপা জেতা নারী ফুটবলারদের মধ্যে রয়েছেন বৃহত্তর চট্টগ্রামের পাঁচজন।

তারা হলেন রাঙামাটির রূপনা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা, খাগড়াছড়ি জেলার মনিকা চাকমা এবং জমজ দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী।

এই পাঁচ সোনার মেয়েকে নগরীর জামাল খানে এখন সংবর্ধনা দিচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী।

সকালে তাদের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান আজাদী পরিবারের সদস্যরা।

বিকালে চট্টগ্রাম ক্লাব থেকে তাদের বহনকারী খোলা ছাদের জিপটি এসে পৌঁছেছে জামাল খানে।

তাদের সাথে চট্টগ্রাম ক্লাব থেকে জামাল খান এসেছে বিপুল উল্লসিত জনতা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে ও স্লোগান দিয়ে তাদের শুভেচ্ছা জানায় নগরবাসী।

জামাল খানেও এই নারী ফুটবলারদের সংবর্ধনায় যোগ দিতে জড়ো হয়েছে নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজার হাজার মানুষ।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধসাফজয়ী ৫ বীরকন্যাকে আজাদীর সংবর্ধনা